প্রিয় সাংবাদিকবৃন্দ/দেশবাসি/ঢাকাবাসি
আসসালামু আলাইকুম,
আপনারা জানেন যে, সারা বিশ্বে যে মহামারী চলছে তার ভয়াল থাবায় আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশও আজ পর্যদুস্ত হয়ে পড়েছে। ইতোমধ্যেই বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে শতাধিক। আর প্রতিদিনই নতুন আক্রান্তের সংখ্যা ক্রমবর্ধমান হারে বেড়ে চলেছে। এইজন্য সারা দেশকেই করোনা ঝুকিপূর্ণ ঘোষণা করে লকড ডাউনের আওতায় আনা হয়েছে। ফলে কর্মহীন হয়ে পড়েছে দেশের জনগণের বড় একটি অংশ।
লকড ডাউনের প্রেক্ষিতে আপনারা হয়তোবা খেয়াল করেছেন, প্রতিটি পাড়ায় পাড়ায় ক্ষুধার্ত মানুষের আর্তনাদ-আহাজারী বাড়েছেই। ক্ষুধার তাড়নায় অনেকেই এই লকড ডাউনেও বাধ্য হয়ে একটু খাবারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছে। অথচ সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ত্রাণের ব্যবস্থা করা হলেও সেগুলো যতটা না অসহায় মানুষের কাছে যাচ্ছে তার থেকেও বেশি চুরি হয়ে যাচ্ছে সরকারদলীয় নেতাদের পকেটে। ইতোমধ্যেই এইসব ত্রাণ চুরির ঘটনায় হাতে নাতে ধরা পড়েছে তাদের অসংখ্য নেতা-কর্মী। বাংলাদেশে করোনা সনাক্তের কেবল এক মাস অতিবাহিত হতে চললো তাতেই এই অবস্থা, তাহলে জানিনা আমাদের সামনের দিনগুলোতে কি অপেক্ষা করছে!
আমাদের এই অবস্থায় সব ভেদাভেদ ভুলে সবাইকেই সবার জায়গা থেকে এগিয়ে আসতে হবে।
আমার বাবা, মরহুম সাদেক হোসেন খোকা, বেঁচে থাকলে আজ আপনাদের এই বিপদের দিনে আপনাদের পাশে দাড়াতেন। তার ছেলে হিসেবে আমি আছি আপনাদের পাশে। সেই শুরু থেকে, অর্থাৎ প্রায় এক মাস হলো আমরা প্রায় প্রতিদিনই অসহায় মানুষদের বাড়ি বাড়ি গিয়ে প্রয়োজনীয় খাবার পৌছে দিচ্ছি। আজ পর্যন্ত প্রায় সাড়ে ৫ হাজার পরিবারের হাতে প্রয়োজনীয় খাবার সামগ্রী তুলে দেওয়া হয়েছে সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে। এর মধ্যে সম্পূর্ণ পারিবাভিকভাবে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে এক হাজার, অন্যদের আংশিক সহযোগিতায় ১ হাজার এবং বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের মাধ্যমে আরো প্রায় সাড়ে তিন হাজার অসহায় পরিবারের হাতে তুলে দেয়া হয়েছে প্রয়োজনীয় খাবার ও সুরক্ষা সমাগ্রী।
তবে সামনে আরো ভয়াবহ সময় আসছে বলে আমাদের আশংকা। সেই সাথে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। তাই এই রমজান উপলক্ষে আমরা চাই আর কোন মানুষ অনাহারে থাকুক। এই জন্য সাদেক হোসেন খোকা ফাউন্ডেশনের (প্রস্তাবিত) পক্ষ থেকে আমরা একটি নতুন উদ্যোগ গ্রহণ করেছি।
আমরা চাই নগরের প্রত্যেকটি অসহায় মানুষের কাছে একটা করে রমজান প্যাকেজ তুলে দিতে, যাতে করে এই পবিত্র রমজান মাসে কাউকে অন্তত না খেয়ে রোজা রাখতে না হয়।এজন্য আমরা সরাসরি নিজস্ব অর্থায়নে আড়াই হাজার পরিবারের হাতে তুলে দেওয়ার মতো খাবার সামগ্রীর সমন্বয়ে একটি রমজান প্যাকেজের প্রস্তুতি গ্রহণ করেছি।
তবে, এটি এত বড় নগরীর এত বড় জনগোষ্ঠির জন্য অনেক ক্ষুদ্রই বলা যেতে পারে, যদিও আমাদের চাওয়া প্রত্যেক দুস্থ ও অসহায় মানুষের পাশে দাড়ানো। এজন্য আপনারাও চাইলে আমাদের এই মহতি উদ্যোুগের অংশীদার হতে পারেন, তাহলে হয়তো আমরা সবাই মিলে একসাথে অনেক পরিবারের পাশে দাড়াতে সক্ষম হবো।
আমাদের এই প্যাকেজের মধ্যে রয়েছে চাল ৩ কেজি, আলু ২ কেজি,চিনি ১ কেজি, ছোলা ১ কেজি, তেল ১ লিটার, মুড়ি ৫০০ গ্রাম এবংলবণ ১কেজি। যার আনুমানিক মূল্য দাড়ায় প্রায় ৫০০ টাকার মতো ।
একটা বিষয় ভেবে দেখলাম, আমাদের এমন অনেকেই আছেন যাদের কাছে একটি প্যাকেজের মূল্যের সমপরিমাণ টাকা এই অসহায় মানুষদের জন্য উৎসর্গ করা তেমন কোন বিষয়ই নয়। সুতারাং আমরা চাইলেই রাজধানী ঢাকা থেকে যদি ১০ হাজার মানুষ একসাথে হয়ে অন্তত একটি পরিবারের খাবারের দায়িত্ব নেই , তাহলে আমরা তা দিয়ে একসাথে ১০ হাজার দুস্থ মানুষের পাশেই দাড়াতে পারবো ইনশাল্লাহ। এজন্য আমাদের শুধু দরকার একটু সদিচ্ছা আর শুধু মানুসিকতা মাত্র।
আমরা কি আপাতত ঢাকা শহরের প্রায় ২ কোটি মানুষের মধ্যে মাত্র ১০ হাজার মানুষ মিলে একটা ভালো কাজ একসাথে করতে পারিনা ? ঢাকায় বসবাসকারী অন্তত ১ কোটি মানুষ আছে যাদের কাছে এই একটি প্যাকেজের সমপরিমান মূল্য কোন ব্যাপারই না। এর মধ্য থেকে মাত্র ১০ হাজার মানুষ মিলে আমরা একটা ফান্ড গঠন করতে চাই।
আসুন আমরা আগামী ১৫ রমজানের মধ্যেই ১০ হাজার মানুষ মনের দিক থেকে এক সাথে হয়ে, ১০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়াই ।
আপনারা আমাদের এই আহ্বানে সাড়া দিবেন বলেই আমার বিশ্বাস।
আমরা সাদেক হোসেন খোকা ফাউন্ডেশন (প্রস্তাবিত, সরকারের অনুমোদনের অপেক্ষায়) এর পক্ষ থেকে ঢাকা শহরের ১০ হাজার দুস্থ মানুষের হাতে প্রয়োজনীয় খাবার সামগ্রী সমন্বয়ে একটি করে রমজান প্যাকেজ তুলে দেওযার উদ্যোগ গ্রহণ করেছি।এজন্য আমরা “প্রজেক্ট ঢাকা এইড” নামে আগামী ১০ দিনের একটি মিশন ঘোষণা করছি। এ মিশন হবে ঢাকার ১০ হাজার বিত্তবান মানুষ দাঁড়াবে ঢাকার অসহায় ১০ হাজার দুস্থ মানুষের পাশে। এ মিশন আগামী ১০ দিনের মধ্যেই ঢাকার ১০ হাজার মানুষ প্রত্যেকে অন্তত যে যার অবস্থান থেকে ডোনেট করে একটি সমন্বিত ত্রাণ তহবিল গঠন করার। আসুন আমারা ঢাকার প্রায় ২ কোটি মানুষের মধ্য থেকে মাত্র ১০ হাজার মানুষ একত্রিত হই স্বাস্থ্যবিধি মেনে।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা-
Sadeque Hossain Khoka Foundation. (Proposed)
৪/১, ২ নং লেন, গোপিবাগ, ঢাকা।
www.shkfoundation.org
সরাসরি ডোনেট করতে পারেন
বিকাশ – 01707368868